Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিয়ানমারের সদিচ্ছার অভাবেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না’


১৪ নভেম্বর ২০২০ ২০:১৮

রাবি: মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাবেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে রাবি প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। সেই সঙ্গে মানবিকতায় সবার শীর্ষে বাংলাদেশ। সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যুতে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, এটা পুরো বিশ্বের।’

বিজ্ঞাপন

‘পণ্য রফতানির পরিধি বাড়াতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়’

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ দাবি করে তিনি বলেন, ‘আমেরিকা সবসময় মানবাধিকারকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই সরকার জলবায়ু নিয়ে কাজ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন।’ বাইডেন দায়িত্ব নেওয়ার পর বিশ্বে কোনো ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় সভা মিয়ানমার রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর