Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু রাজস্ব আদায় নয়, নাগরিক সেবার মানও বাড়াতে হবে’


১৪ নভেম্বর ২০২০ ১৮:১৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৮:২৩

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে শুধু রাজস্ব আদায় বাড়ালেই হবে না, সেইসঙ্গে নাগরিক সেবার মানও বৃদ্ধি করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা ক্লাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ আয়োজিত ‘Road to Startup: Innovation and Entrepreneurship’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নেবেন আর নাগরিক সুবিধা দেবেন না- এটা হতে পারে না।’ সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হওয়ার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘রাজস্ব আদায়ে কোনোরকম বৈষম্য করা যাবে না। কারও থেকে বেশি, কারও থেকে কম- এমনটা করা যাবে না।’

এ সময় মন্ত্রী কুমিল্লা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, রাস্তা-ঘাট-ব্রিজ নির্মাণসহ জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মো. তাজুল ইসলাম তরুণ উদ্ভাবকদের মেধা, সৃজনশীলতা ও মানসিক শক্তিকে কাজে লাগাতে উৎসাহিত করে বলেন, ‘ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা দেশের উন্নয়ন করতে পারছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সময়কে কাজে লাগাতে হবে এবং দুর্নীতিকে না বলতে হবে।’

তথ্য প্রযুক্তিজ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর জাতি বিনির্মাণে কাজ করতে নতুন প্রজন্মের প্রতি আহবান জানান মন্ত্রী। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে আরও বিশ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে অনেক ঘাত- প্রতিঘাত আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আধুনিক তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনে নব দিগন্তের সূচনা করতে হবে।’

বিজ্ঞাপন

মো. তাজুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশ তথ্যপ্রযুক্তিতে খুব শিগগিরই সুপার ন্যাশনে পরিণত হবে।’

বাংলাদেশকে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক সূচক ও পরিবেশসহ মাল্টিসেক্টরাল উন্নয়ন প্রয়োজন বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আ.ক.ম বাহাউদ্দিন এমপি, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, অতিরিক্ত সচিব ও প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মুজিবুল হক বক্তৃতা করেন।

এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম তাগিদ নাগরিক সেবা রাজস্ব আদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর