Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা বাসে আগুন দিয়েছে তা বের করতে হবে: জি এম কাদের


১৪ নভেম্বর ২০২০ ১৭:৩৪

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘১২ নভেম্বর কারা বাসে আগুন দিয়েছে তা বের করতে হবে। সরকার বিএনপিকে দোষ দিচ্ছে আবার বিএনপি বলছে তারা দায়ী নয়। আগুন সন্ত্রাস মেনে নেওয়া যায় না।‘

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের বলেন, ‘কোনো মতেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া যাবে না।’ আগুনসন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আস্থা ও নিরাপত্তাহীনতার মাঝে মানুষের কাছে আস্থার রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। তিনি বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে মানুষের কল্যাণে দায়িত্ব গ্রহণ করুক। দেশের মানুষ অত্যান্ত আগ্রহ নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে প্রথম বা দ্বিতীয় শক্তি হিসেবে টিকে থাকতে চায়।‘

এ সময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ ঘোষণা করেছিলেন, জল যার জলা তার। প্রান্তিক জেলেদের জীবন মান উন্নয়নে পল্লীবন্ধু অসাধারণ উদ্যোগ বাস্তবায়িত করেছিলেন। এখন গ্রামাঞ্চলের ছোট্ট ছোট্ট জলাশয়ও ক্ষমতাসীনদের দখলে। আবার গ্রাম্য বাজারে মাছ বিক্রি করতেও ক্ষমতাসিনদের টোল দিতে হয়, এটা সভ্য সমাজে বেমানান।’

জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকার-এর সভাপতিত্বে এবং মীর সামসুল আলম লিপটন-এর পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন-প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, এমরান হোসেন মিয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. নুরুল আজহার শামীম, সরদার শাহজাহান, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজুসহ অনেকে।

বিজ্ঞাপন

জি এম কাদের বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর