দুর্বৃত্তরা কেটে দিয়েছে জমির লাউগাছ, সর্বস্বান্ত কৃষক
১৪ নভেম্বর ২০২০ ১৬:০৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৬:১০
হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে ৫০ শতক জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন শীতলগ্রাম এলাকায় আরিফ নামের এক কৃষক সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) লাউগাছ কেটে ফেলার ঘটনায় ঘোড়াঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন এ কৃষক। অভিযোগ সূত্রে জানা যায়, সকালে জমিতে গিয়ে ওই কৃষক দেখেন কে বা কারা পরিকল্পিতভাবে জমিতে লাগানো লাউগাছ কেটে ফেলেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক আরিফ হোসেন বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ২ মাস আগে আমি লাউয়ের চারা রোপণ করেছিলাম। ভেবেছিলাম পুরো শীতে অর্থসংস্থানে আর চিন্তা করতে হবে না। এ ঘটনায় আমি একেবারে সর্বস্বান্ত হয়ে গেছি। যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাউগাছ কাটার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, লাউগাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।