Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, এক ব্যক্তি গ্রেফতার


১৪ নভেম্বর ২০২০ ১৫:১৮

ঢাকা: রাজধানীর কদমতলী থেকে ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা ও পর্নোগ্রাফি তৈরি করার অভিযোগে রমেন হাওলাদার (৪২) নামে এক প্রতারকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রমেনকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন সিটিটিসি’র ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কদমতলি থানা এলাকা থেকে ইন্টারনেটে প্রতারণা ও পর্নেোগ্রাফি তৈরির দায়ে রমেন হাওলাদার (৪২) নামক একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ডিভাইস ও ফেসবুক আইডিসহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমি-জমার ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জ্বিনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেওয়ার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদেরকে আকৃষ্টকর কথাবার্তা বলে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করত। পরবর্তীতে এভাবে নেওয়া বিভিন্ন মেয়েদের গোপন ছবি ও ভিডিও দিয়ে জ্বিনের ভয়-ভীতি দেখিয়ে ও ছবি ভাইরাল করার হুমকি দিয়ে পরস্পর যোগসাজশে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করত।’

তিনি আরও জানান, কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করলে প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। শনিবার তাকে সাতদিনের রিমান্ড মঞ্জুরের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

টপ নিউজ প্রতারণা বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর