Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর লাশ মরিচ ক্ষেতে, দুই সন্তান নিয়ে পালিয়েছেন স্বামী


১৪ নভেম্বর ২০২০ ১৪:৪১

ঢাকা: কুমিল্লার হোমনা উপজেলার চম্পকনগর গ্রামে মরিচ ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে নাছিমা আক্তার নামে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ দিকে ওই গৃহবধূর স্বামী জাকির হোসেন তার ১২ বছরে ছেলে বাওয়ান ও ৮ বছরের এক মেয়ে জাকিয়াকে নিয়ে পালিয়েছে।

প্রতিবেশীরা জানান, প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো; এরপর আবার তাদের ঝগড়া মিটে যেত। সকালে নাছিমা আক্তারের মরদেহ বাড়ির পাশে মরিচ ক্ষেতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মো. ওহাব আলী বলেন, ‘আমার মেয়েকে তার স্বামী প্রায়ই নির্যাতন করতো। কয়েক দফা বিচারও হয়েছে। কয়েক দিন আগে তাকে মারধর করলে মেয়ে আমার বাড়িতে চলে আসে। জাকির হোসেন মেয়েকে খুন করার হুমকি দিত। পরে আমার মেয়ে বাদী হয়ে হোমনা থানা জিডি করে। তিনদিন আগে ক্ষমা চেয়ে মেয়েকে বাড়ি নিয়ে যায় জাকির। আমার মেয়েকে সে খুন করেছে। আমি এর বিচার চাই।’

হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম গণমাধ্যমে বলেন, ‘মরদেহ দেখে মনে হচ্ছে– তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর মরদেহ টপ নিউজ মরিচ ক্ষেত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর