Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীর সীমান্তে মুখোমুখি লড়াইয়ে ভারত-পাকিস্তান, নিহত ১৫


১৩ নভেম্বর ২০২০ ২৩:৫৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০০:০২

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ফের সংঘর্ষে জড়িয়েছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। এই লড়াইয়ে দুই পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সীমান্তের কেরান সেক্টরে দুই পক্ষের মর্টার শেলে এই হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জনই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

ভারতীয় কর্মকর্তাদের দাবি, জম্মুর পুঞ্চের সজিয়াঁতেও সংঘর্ষ বিরতি ভেঙে হামলা চালায় পাক বাহিনী। ভারতীয় সেনা এবং বিএসএফের তরফে পাক হামলার ‘জবাব’ দেওয়া হয়। ওই গোলাগুলিতে তাদের তিন সেনা, ছয় বেসামরিক নাগরিক এবং একজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। খবর: রয়টার্স

ভারতের দাবি পাকিস্তানেরও কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, ভারতীয়দের হামলায় চার বেসামরিক নাগরিক ও একজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

সংঘর্ষের পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

টপ নিউজ সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর