করোনায় দেশে আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭
১৩ নভেম্বর ২০২০ ১৫:৫৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ২০:০৫
ঢাকা: গত ২৪ ঘণ্টায দেশে মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আরও ১৯ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বাংলাদেশে ৬ হাজার ১৫৯ জনে দাঁড়ালো। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ছয়জন নারী। সবাই পঞ্চাশোর্ধ। এর মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন, রংপুরে তিনজন মারা গেছেন।
এ ছাড়া একই সময়ে দেশে ১ হাজার ৭৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫১৯ জন। দেশে মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৪৬ হাজার ৩৮৭ জন।
এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ শতাংশ। শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৯৬৭টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩৯টি। গত মার্চ থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি।
উল্লেখ্য দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে একজন মারা যান।