Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি কল রেকর্ড পেয়েছি, আগুনের সঙ্গে যার যোগসূত্র রয়েছে: মনিরুল


১৩ নভেম্বর ২০২০ ১৬:০২

ঢাকা: ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, ‘গতকাল রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হঠাৎ বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি কল রেকর্ড পেয়েছি আমরা। সেটি বিশ্লেষণ করা হচ্ছে। যারা কথা বলেছেন তাদের পরিচয় জানতে কাজ করা হচ্ছে। তবে এই কল রেকর্ড মামলা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইভিডেন্স হিসেবে কাজ করবে। কল রেকর্ড আর আগুনের ঘটনার সঙ্গে কথোপকথনের মিল রয়েছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, ‘গতকাল (১২ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হঠাৎ বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে ২০১৪-১৫ সালের ঘটনাগুলোর মিল রয়েছে। তবে কারা আগুন দিয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। ছয় বছর আগের ওই সময়ে আগুন দেওয়ার ঘটনাগুলোতে মানুষ যেমন আতঙ্কগ্রস্ত ছিল একইভাবে গতকালও হঠাৎ বাসে আগুনের ঘটনায় নগরবাসী আতঙ্কিত হয়েছে। এটি হওয়ারই কথা। পুলিশও হতবাক হয়েছে, হঠাৎ এতগুলো বাসে আগুন দেওয়ার ঘটনায়। আমরা কাজ করছি, যারা এসব ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করা হবে।’

কারা আগুন দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘নয়টি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পাঁচ থানায় ৮টি মামলা হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতারও করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। যেহেতু আগুন দেওয়ার সময় কাউকে গ্রেফতার করা হয়নি সেহেতু কারা আগুন দিয়েছে তা তদন্ত করে জানা যাবে।’

তবে বিএনপি, ছাত্রদল বসুন্ধরা এলাকায় মিছিল করেছে, এসময় তারা গাড়ি ভাঙচুর করার সময় দু’জন আটক হয়েছে জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘জাতীয় প্রেসক্লাব ও নয়াপল্টন এলাকাতেও মিছিল করেছে। এরপরই মূলত আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাই বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকতে পারে।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট কারচুপির অভিযোগ এনে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে গুলিস্তান-পল্টন এলাকায় প্রতিবাদ মিছিল ও কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এর ঘণ্টা দু’য়েকের মধ্যে রাজধানীর গুলিস্তান, শাহবাগ, মতিঝিল, সচিবালয় ও শাহজাহানপুর এলাকায় একটি করে মোট পাঁচটি বাসে কে বা কারা আগুন দেয়। পরে নয়াবাজার, কারওয়ান বাজার ও ভাটারা এলাকাতেও তিন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন:
শাহবাগ-মতিঝিল-গুলিস্তানসহ রাজধানীর ৮ স্থানে বাসে আগুন
রাজধানীতে হঠাৎ ৮ বাসে আগুন: করোনার আতঙ্কের মধ্যে নাশকতার আতঙ্ক

কল রেকর্ড টপ নিউজ ডিএমপি মনিরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর