Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের দৃষ্টি আকর্ষণের জন্য বাস পোড়ানো হয়েছে: জাফরুল্লাহ


১৩ নভেম্বর ২০২০ ১৪:৪৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১৬:৫৮

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার পেছনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ ক্ষেত্রে সরকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, গতকাল (বৃহস্পতিবার) বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। সেটার গোপন রহস্য হচ্ছে— মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী (জো বাইডেন) সবাইকে কল দিয়ে শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন। কিন্তু আমাদের সরকারপ্রধান শেখ হাসিনাকে একবারও জন্য কল দেননি তিনি। তাই তার দৃষ্টি আকর্ষণ করার জন্য গতকাল বাস পোড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম চতুর ব্যক্তি। সরকার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিকরা, তারা সব তথ্য তুলে ধরেন। আজ ওখানে তিনি সবচেয়ে বড় ভুলটা করেছেন। যত বেশি সাংবাদিকদের কথা বলতে দেবেন, গোয়েন্দা সংস্থার তত বেশি তথ্য পাবেন।’

তিনি বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা ও বাড়ি পোড়ানোর ঘটনা গণতান্ত্রিক দেশে ঘটতে পারে না। সংখ্যালঘু কয়েকজন নেতা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন। এটা অবশ্যই সরকারের খতিয়ে দেখা উচিত। এটা বাংলাদেশের গোয়েন্দা কাহিনী না, এটা ভারতের র’দের কাহিনী।

তিনি আরও বলেন, আজকের আলোচকরা বলছেন— বাংলাদেশের গণতন্ত্রকে কবরে সমাহিত করা হয়েছে। আমরা অপেক্ষায় আছি— এটাকে আল্লাহু আকবার বলব নাকি হরিবোল বলে মাটিচাপা দেবো, না আগুনে পোড়াব। এটা থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্রকে কবর থেকে ওঠাতে হবে। আমাদের সবাইকে সম্মিলিতভাবে রাস্তায় নামতে হবে। সরকারের এই দিন সবসময় থাকবে না।

বিজ্ঞাপন

নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন, এম আব্দুল্লাহ, কবির আব্দুল হাই সিকদার, নরুল আলম রোকন, কামাল উদ্দিন সবুজসহ অন্যরা।

আরও পড়ুন-

ভোট ‘ডাকাতি’ আড়াল করতে বাসে আগুন: ফখরুল

৫ থানার ৮ মামলায় আসামি ২ শতাধিক, গ্রেফতার ১৮

শাহবাগ-মতিঝিল-গুলিস্তানসহ রাজধানীর ৮ স্থানে বাসে আগুন

বাসে আগুনের পেছনে সরকারের স্যাবোটিয়ার এজেন্টস: ফখরুল

বাসে আগুন প্রমাণ করে— বিএনপি সন্ত্রাস ছাড়তে পারেনি: ওবায়দুল কাদের

রাজধানীতে হঠাৎ ৮ বাসে আগুন: করোনার আতঙ্কের মধ্যে নাশকতার আতঙ্ক

টপ নিউজ ডা. জাফরুল্লাহ বাসে আগুন মার্কিন প্রেসিডেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর