Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে আগুন প্রমাণ করে— বিএনপি সন্ত্রাস ছাড়তে পারেনি: কাদের


১৩ নভেম্বর ২০২০ ১৩:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১৬:০০

ঢাকা: ত্রাসের রাজস্ব কায়েম করে এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা বিএনপির পুরোনা অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলন, গতকালের (বৃহস্পতিবার) নাশকতা প্রমাণ করে— বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারে নাই। তাদের কি নীলনকশা অনুযায়ী চলতে দিতে হবে? সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দিতে হবে? তাদের এই ধরনের সন্ত্রাসী চরিত্র নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নিরীহ মানুষের জীবন ও সম্পদহানির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে এর মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালাবে— এটা তাদের পুরনো অভ্যাস।

বিজ্ঞাপন

আরও পড়ুন- যুবলীগের কমিটি কাল, আ.লীগ উপকমিটি আগামী সপ্তাহে: কাদের

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো নির্বাচন এলেই বিএনপি হইচই করে মাঠ গরম করে। অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না। তারা নির্বাচনে জিতলে বলে আরও বেশি ভোটে জিততাম। আর হারলে বলে— সরকার হারিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে। এটি তাদের পুরনো অভ্যাস।

নির্বাচনে কারচুপি করা হয়েছে— বিএনপির এমন  অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোথাও অপ্রীতিকর ঘটনা হয়েছে? নির্বাচন সুষ্ঠু হয়নি? এই সরকার, এই নির্বাচন কমিশন যতদিন থাকবে, ততদিন আর এই দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না? তাদের কাছে নির্বাচন সুষ্ঠু হবে তখনই যখন বিএনপি’র জেতার গ্যারান্টি থাকবে। তা না হলে তারা নির্বাচনে অংশ নেবে আর বলবে নির্বাচন ভালো হয়নি।

বিজ্ঞাপন

কুমিল্লা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, কুমিল্লা সিটি করপোরেশনে তারা জিতল। তারপর বলল, সরকার কারচুপি না করলে আরও বেশি ভোটে জিততাম। সিলেটের বেলাতেও একই বক্তব্য— আরও বেশি ভোটে জিততাম।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও কারচুপি হয়েছে— এরকম একটি উদাহরণ দিন। এই নির্জলা মিথ্যাচারের অপরাজনীতি কবে তারা পরিত্যাগ করবে? আর যতদিন তারা করবে না, ততদিন তারা বাংলাদেশের মানুষের কাছে আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা-ষড়যন্ত্রের মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতা দখল করেছিলেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, জিয়াউর রহমান রাজনৈতিক নেতাকর্মীদের ওপর যেন জুলুম-অত্যাচার-নির্যাতন চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিলেন। আন্তর্জাতিক পরিমণ্ডল তাদের একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এখনো বিএনপি কোনো ধরনের গণতান্ত্রিক নিয়ম-কানুন, বিধি-নিষেধের তোয়াক্কা না করে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড আজও করে যাচ্ছে। গতকালের ঘটনা সেটাই প্রমাণ করে। এরাই তো সেই দল, যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করে তারপর বলে— শেখ হাসিনা নিজের ভ্যানিটি ব্যাগে (গ্রেনেড) নিয়ে গেছে।

এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই— বিএনপি’র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। বৈশ্বিক মহামারি করোনার এই মানবিক সংকটের মধ্যেও তারা ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অতীতের ন্যায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজী আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসানসহ অন্যরা।

আরও পড়ুন-

ভোট ‘ডাকাতি’ আড়াল করতে বাসে আগুন: ফখরুল

৫ থানার ৮ মামলায় আসামি ২ শতাধিক, গ্রেফতার ১৮

শাহবাগ-মতিঝিল-গুলিস্তানসহ রাজধানীর ৮ স্থানে বাসে আগুন

বাসে আগুনের পেছনে সরকারের স্যাবোটিয়ার এজেন্টস: ফখরুল

রাজধানীতে হঠাৎ ৮ বাসে আগুন: করোনার আতঙ্কের মধ্যে নাশকতার আতঙ্ক

ওবায়দুল কাদের টপ নিউজ নাশকতা বাসে আগুন বিএনপি সন্ত্রাস হুশিয়ারি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর