Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে আগুনের পেছনে সরকারের স্যাবোটিয়ার এজেন্টস: ফখরুল


১৩ নভেম্বর ২০২০ ১৩:০৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১৪:৫৮

ঢাকা: রাজধানীতে ‘হঠাৎ’ বাসে অগ্নিকাণ্ডের পেছনে ‘সরকারের স্যাবোটিয়ার এজেন্টস’-কে দায়ী করেছেন রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের মতামত তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (নাশকতা) অত্যন্ত দুঃখজনক ঘটনা— যে ঘটনা গতকাল ঘটেছে। শুধু দুঃখজনক না, ন্যাক্কারজনক। আমি তীব্র ভাষায় এটার নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি, তারা সব সময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি চিন্তা-ভাবনা করেই রাজনীতি করি।’

‘এগুলো (নাশকতা) কখন হয়? দেশে যখন গণতান্ত্রিক কোনো স্পেস থাকে না— আপনি একটা মিছিল করতে পারবেন না, আপনি কোথাও গিয়ে একটা সভা করতে পারবেন না। এগুলো অনেক দিন ধরে হয়ে আসছে। যার ফলে যারা দুষ্কৃতকারী, তারা সুযোগগুলো নিয়ে এ ধরনের কাজ করে থাকে,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা আপনারাও জানেন, সরকারের কিছু কিছু অংশ— যারা আপনার বিভিন্নভাবে কাজ করে। তাদেরই কেই কেউ আপনার স্যাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীতে দেখেছি আগুন দিয়ে বিএনপিকে এভাবে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু বিএনপি এ ধরনের রাজনীতি করে না। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি— সরকারের কিছু এজেন্টস থাকে, স্যাবোটিয়ার এজেন্টস। এই এজেন্টরা এ ধরনের ঘটনা ঘটিয়ে।’

তিনি বলেন,  ‘একটা আন্দোলন— যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, তখন স্যাবোটাজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যান্ড দ্য সেম টাইম আই কনডেম ইট। এটাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। এই দুষ্কৃতিকারীরা যারাই হোক, আমরা মনে করি প্রমাণের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’

বিজ্ঞাপন

ঘটনার পর বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও নির্বাহী সদস্য ফরিদা ইয়াসমীনের ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি এই ফোনালাপ শুনিনি। যারা এটা করেছে, তাদের জিজ্ঞাসা করুন। আর এটা কখন হয়, কীভাবে হয়, সেটা আপনারা ভালো করেই জানেন।’

‘তবে এটা (নাশকতা) যেভাবেই হোক বা যেখান থেকেই আসুক আমরা এটাকে সমর্থন করি না। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারের হাত এর পেছনে সবসময় থাকে। তারা ম্যানিপুলেট করে,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ।

আরও পড়ুন-

ভোট ‘ডাকাতি’ আড়াল করতে বাসে আগুন: ফখরুল

শাহবাগ-মতিঝিল-গুলিস্তানসহ রাজধানীর ৮ স্থানে বাসে আগুন

৫ থানার ৮ মামলায় আসামি ২ শতাধিক, এখন পর্যন্ত গ্রেফতার ১৮

রাজধানীতে হঠাৎ ৮ বাসে আগুন: করোনার আতঙ্কের মধ্যে নাশকতার আতঙ্ক

টপ নিউজ বাসে আগুন মিট দ্য প্রেস মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের এজেন্টস স্যাবোটাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর