Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুইজনের


১৩ নভেম্বর ২০২০ ১৩:০৪

ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বেলতলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মাহিন্দ্র যানে থাকা দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।  শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চুরখাই আদর্শ গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে চামেলী (৪০) ও সুনাখালি গ্রামের এলাহী বাদশার ছেলে পলাশ(৩২)।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানায়, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকাগামী কাভার্ডভ্যান একটি মাহিন্দ্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান এবং আহত হন আরো চারজন।

খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। নিহতের ঘটনায় স্থানীয়রা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত তিনজনকে ভর্তি করা হয়েছে ও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

কাভার্ডভ্যানের ধাক্কায় ময়মনসিংহ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর