গুলশানে ‘দি মিরাজ’ সিসা বারে ভ্যাট গোয়েন্দার অভিযান
১২ নভেম্বর ২০২০ ২৩:৩২ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২৩:৪৯
ঢাকা: রাজধানীর গুলশানে ‘দি মিরাজ’ নামের একটি সিসা বারে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদফতর। অভিযানে সিসা সামগ্রী কেনার বৈধ ভ্যাট চালান দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। একইসঙ্গে প্রতিষ্ঠানটির বেচাকেনার তথ্যের সঙ্গে মাসিক ভ্যাট রিটার্নের গরমিল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ভ্যাট গোয়েন্দা অধিদফতর এই অভিযান পরিচালনা করে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।
ভ্যাট গোয়েন্দা অধিদফতর জানিয়েছে, এই সিসা বারটি গুলশান-১-এর ৩ নম্বর সড়কে অবস্থিত। সুনির্দিষ্ট ভ্যাট ফাঁকির অভিযোগে সেখানে অভিযান চালানো হয়।
ড. মইনুল বলেন, বারে সিসার প্যাকেট ও এ সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ‘দি মিরাজ’ কর্তৃপক্ষ এসব সিসা সামগ্রীর বৈধ ক্রয়ের কোনো ভ্যাট চালান দেখাতে পারেননি।
মইনুল খান আরও জানান, প্রাথমিকভাবে দেখা গেছে, কম্পিউটারের প্রকৃত বিক্রয় তথ্য ও স্থাপনার ভাড়া এবং মাসিক ভ্যাট রিটার্নের সঙ্গে ব্যাপক গরমিল রয়েছে। গোয়েন্দা দল প্রতিষ্ঠান প্রাঙ্গণ হতে বাণিজ্যিক দলিলের কপি জব্দ করে। পরে ভ্যাট রিটার্নের সঙ্গে যাচাই করে প্রকৃত ভ্যাট ফাঁকি নির্ণয় করা হবে।