Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ জেলায় হবে ৬ অটো রাইস মিল


১২ নভেম্বর ২০২০ ১৯:২৪

ঢাকা: সরকারি বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে দেশের ছয় জেলায় ছয়টি অটো রাইস মিল স্থাপন করবে সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্‌ মোস্তফা কামাল প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর দেশের ফরিদপুর, বরিশাল, ঝালকাঠী, ভোলা, নওগাঁ, সিলেট- এই ছয় জেলায় ছয়টি রাইস মিল স্থাপন করা হবে। এজন্য ‘কনস্ট্রাকশন অব কম্পোজিট রাইস মিলস অ্যালং উইথ ড্রাইং অ্যান্ড স্টোরেজ ফ্যাসিলিটিজ অ্যাট ডিফারেন্ট স্ট্র্যাটিজিক লোকেশনস অ্যাক্রোস দ্য কান্ট্রিজ’ প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।”

এদিকে খাদ্য অধিদফতর সূত্রে জানা গেছে, প্রস্তাবটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এখন সম্ভাব্যতা যাচাই করা হবে। এরপর আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করব, কারা কারা এতে আগ্রহী। যে এলাকাগুলোতে অটো রাইস মিল নেই সেখানেই মিলগুলো স্থাপন করা হবে। এছাড়া মিলগুলোতে ধান শুকানো ও সংরক্ষণের ব্যবস্থাও থাকবে।

অটো রাইস মিল ছয় জেলায় ছয়টি সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর