জলদস্যু বাবার স্বাভাবিক জীবনে ফেরার আনন্দ সন্তানের চোখে
১২ নভেম্বর ২০২০ ১৮:১৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৯:৫৫
চট্টগ্রামের বাঁশখালী থেকে: ছোট্ট শিশু তানকিয়া। বয়স ৫ ছুঁই ছুঁই। এখনও ন্যায়-অন্যায় বোঝার বয়স হয়নি। তবে সমাজের চোখে অপরাধী বাবাকে কাছ থেকে ছুঁয়ে দেখার যে আবেগ তা স্পষ্ট টলমল করছে চোখের পানিতে। চোখ জোড়া অপলক তাকিয়ে মঞ্চের দিকে। যেখানে কিছুক্ষণ পর তার বাবা নতুন জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করবে। কিন্তু সময় গড়িয়ে গেলেও বাবার দেখা পাচ্ছে না তাসকিয়া। তাই মায়ের পাশে দাঁড়িয়ে তাসকিয়ার আকুতি- ‘মা আমি বাবার কাছে যাব, বাবা কখন আসবে?’
চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার বাঁশখালী, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া অঞ্চলের ৩৪ জলদস্যু স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে। এজন্য চট্টগ্রামের বাঁশখালীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে র্যাব। ওই অনুষ্ঠানে আত্মসমর্পন করা ৩৪ জনের পরিবারের সদস্য ও স্বজনরা একে একে অনুষ্ঠান স্থলে আসতে শুরু করে।
এ সময় মা রেহানা আক্তারের (২৩) কোলে চড়ে ২ বছরের শিশু তাসমিন সুলতানা তানিসা (২) এবং তারজিয়া হাকিম তানকিয়া (৫) ও তাব্রিয়া হাকিম তানিয়া (৮) অনুষ্ঠানস্থলে আসে। সেখানে আসার পর থেকেই শিশুরা তাদের বাবাকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। বাবা কখন মঞ্চে আসবে সে অপেক্ষার তর যেন সইছে না তাদের। এজন্য কিছুক্ষণ পর পর মায়ের কাছে জানতে চায়, ‘বাবা কখন আসবে?’
কেন এসেছো? এমন প্রশ্নে শিশু তাসকিয়ার ছলছল নয়নে একটাই জবাব, ‘বাবার কাছে যাব। বাবার কোলে উঠব।’ এ কয়েকটি শব্দ-ই যেন শিশু তাসকিয়ার অব্যক্ত সব কথা প্রকাশ করে দেয়। শিশুদের মা রেহেনা সারাবাংলাকে বলেন, ‘আমার স্বামী আব্দুল হাকিম (৩৮) দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়েছে প্রভাবশালীরা। তাই উনি বাড়িতে আসতে পারেনি। এমনি ফোনে কথা হতো। আজকে আত্মসমর্পণ করবে। এজন্য বাচ্চাদের নিয়ে এসেছি। বাচ্চারা তাদের বাবাকে দেখার অপেক্ষায় আছে।’
তিনি বলেন, ‘এখান থেকে স্বামীকে বাসায় নিয়ে যাওয়ার পর সব ধরণের অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’ তবে বাচ্চারা যেমন তাদের বাবাকে কাছে পাওয়ার আনন্দে রয়েছে তেমনি রেহেনাও স্বামীকে ঘরে নিয়ে যাওয়ার আনন্দে ভাসছেন; যেন সামনে কেবল ভালোবাসা-ই অপেক্ষা করে আছে।