বিএনপি অফিসের সামনে পুলিশের সতর্ক অবস্থান
১২ নভেম্বর ২০২০ ১৬:১১ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২০:২২
ঢাকা: ঢাকা-১৮ আসনে ভোট গ্রহণের মধ্যেই রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, সচিবালয়, মতিঝিল, নয়াবাজারসহ বেশ কয়েকটি জায়গায় বাসে অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক প্ল্যাটুন পুলিশ মোতায়েন করা হয়। আশেপাশের সড়ক ও গলিতেও রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। এখান থেকে আটক করা হয়েছে দলটির একজন সহ-সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজনকে।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সারাবাংলাকে বলেন, ‘কার্যালয়ের ভেতর আমাদের বেশকিছু নেতাকর্মী অবস্থান করছেন। বাইরে থেকে এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দলের একজন সহ-সাংগঠনিক সম্পাদকও আছেন।’
এদিকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের এই সতর্ক অবস্থান সম্পর্কে জানতে চাইলে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘যেহেতু ঢাকার কয়েকটি জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তাই সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে আমরা এখানে অবস্থান নিয়েছে। আপনারা জানেন, এখনও একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। সে কারণে এ এলাকার নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’