অর্থবছরের প্রথম ৪ মাসে ২০ হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর
১২ নভেম্বর ২০২০ ১৫:৪৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ১৮:২৬
ঢাকা: চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ২০ হাজার ৪৪৬ কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের একথা জানান।
তিনি জানান, পিছিয়ে থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৪৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। যেখানে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১.১৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৬৫ হাজার ৮০৮ কোটি টাকা। চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৮৭ হাজার ১ কোটি টাকা।
মুনিম জানান, এবার আয়কর মেলার পরিবর্তে নভেম্বর মাসব্যাপী করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা দেবে দেশের ৩১টি কর অঞ্চল। যেখানে ৩০ নভেম্বর পর্যন্ত নির্বিঘ্নে করদাতাগণের রিটার্ন গ্রহণ, টিআইএন প্রদান, কর তথ্য সেবা দেওয়া হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র পাবেন।
দেশব্যাপী জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড ২০০৮ সাল হতে ‘জাতীয় আয়কর দিবস’ এবং ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজন করে আসছে। বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে একই স্থানে অতিরিক্ত লোক সমাগম পরিহারে এ বছর আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে না।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। এবার মেলার পরিবর্তে নভেম্বর মাসব্যাপী সম্মানিত করদাতাদের আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্য সেবা দেওয়ার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ৬৬৬ জন করদাতাকে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে সুবিধাজনক সময়ে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে।