যুক্তরাজ্যে করোনায় ৫০ হাজার মৃত্যু
১২ নভেম্বর ২০২০ ১৫:১২
নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মোট মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে। খবর রয়টার্স।
এদিকে, ইউরোপ মহাদেশে যুক্তরাজ্যেই করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বৈশ্বিকভাবে করোনায় মৃত্যুতে যুক্তরাজ্যের ওপরে রয়েছে মেক্সিকো, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র।
এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক, দেশে যারা করোনায় মারা গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
এর আগে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যুক্তরাজ্যজুড়ে এক মাসের লকডাউন আরোপ করেছিলেন বরিস জনসন।
অন্যদিকে, বুধবার (১১ নভেম্বর) দেশটিতে আরও ২৩ হাজার মানুষের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
যুক্তরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের প্রধান এ ব্যপারে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এমনিতেই আগের সব হিসাব ভুল প্রমাণ করে আমাদের দেশে ৫০ হাজার মানুষ করোনায় মারা গেছেন। এখন যদি সঠিকভাবে বিধিনিষেধ না মানা হয় তাহলে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।