Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারোয়ার আলমকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


১১ নভেম্বর ২০২০ ২১:০০ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০০:৩২

ফাইল ছবি

ঢাকা: র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা সৃষ্টি হলে তার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারোয়ার আলমকে বদলি করার নেপথ্যে কোনো কারণ নেই।’

বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি আরও আরও বলেন, ‘সরকারি কর্মকর্তাদের নিয়মই এমন আজ এখানে কাল অন্যত্র যাবেন। নিজের দফতরের কর্মকর্তাদের উদাহরণ টেনে বলেন তারাও প্রমোশন পেয়ে কেউ বদলি হবেন, আবার প্রয়োজনীয়তা থেকেও বদলি করা হতে পারে এটি স্বাভাবিক নিয়ম।’

বিজ্ঞাপন

সারোয়ার আলম প্রসঙ্গে আরও বলেন, ‘তিনি অনেকদিন ধরে র‌্যাবে ছিলেন। তিনি এখন যেখানে গেছেন সেখানে হয়ত আরও ভালো করবেন। কর্মকর্তাদের বদলির বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার।’

উল্লেখ্য, গত ৯ নভেম্বর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। তিনি দীর্ঘদিন জালিয়াতি, ভেজাল অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মানুষের প্রশংসা পেয়েছেন।

আসাদুজ্জামান টপ নিউজ র‍্যাব সারোয়ার আলম স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর