Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন সাংবাদিক শোয়েব চৌধুরী


১১ নভেম্বর ২০২০ ২০:৫৩

ঢাকা: দি এশিয়ান এজ পত্রিকার এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের দায়ের করা মানহানি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে ১ হাজার টাকা মুচলেকায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম এ জামিনের আদেশ দেন।

সম্প্রতি শোয়েব চৌধুরীর বিরুদ্ধে ঢাকার একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরোয়ানার প্রেক্ষিতে এদিন আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও কল্যান কুমার সাহার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

এক্সিম ব্যাংকের মামলার অভিযোগে বলা হয়, প্রতিবেদনে ব্যাংককে শেয়ার মার্কেটে একটি দুর্বল ব্যাংক হিসেবে দেখিয়ে মিথ্যা তথ্য ও সংবাদ পরিবেশন করা হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রভাব খাটিয়ে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষণ (ইনস্পেকশন) করা থেকে বিরত রেখেছে। অথচ বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে এবং নিয়মিত নিরীক্ষা টিমের মাধ্যমে বাদী ব্যাংকে নিরীক্ষা চালিয়ে এই ব্যাংককে ক্যামেলস রেটিং-‘ফেয়ার’ চিহ্নিত করেছে।

নাসা গ্রুপের মামলার অভিযোগে বলা হয়, এই গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম মজুমদারের ওই গ্রুপের ৫৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। যার বর্তমান সম্পদ মূল্য প্রায় ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। ওই গ্রুপের ব্যবসায়িক টার্ন ওভার চারশ মিলিয়ন মার্কিন ডলার। আসামিরা পরস্পর যোগসাজশে ওই মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে বাদীর সুনামহানি করে ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এমন অভিযোগে এই মামলাটি করা হয়।

ওই ঘটনায় এক্সিম ব্যাংকের জ্যেষ্ঠ সহকারি ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী এবং নাসা গ্রুপের পরামর্শক লে. কর্নেল সিরাজুল ইসলাম (অব.) গত বছরের ১১ নভেম্বর বাদী হয়ে এশিয়ান এজের শোয়েব চৌধুরীসহ পত্রিকার ৬  সাংবাদিকের বিরুদ্ধে পৃথক দুটি মানহানি মামলা করেন।

বিজ্ঞাপন

আত্মসমর্পণ জামিন মানহানি মামলা শোয়েব চৌধুরী

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর