Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সান্তাহারে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক


১১ নভেম্বর ২০২০ ২০:১৪

বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম ফাইমা বেগম (২৮)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে পৌর এলাকার ইয়ার্ড কলোনী মহল্লায় শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী পলাতক রয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর আগে সান্তাহার ইয়ার্ড কলোনীর মৃত আইনাল হকের মেয়ে ফাইমার সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। ফাইমা সাইফুলের দ্বিতীয় স্ত্রী ও ফাইমারও দ্বিতীয় স্বামী সাইফুল। বছর যেতে না যেতেই তাদের বিচ্ছেদ হয়। সাইফুল তাকে দেনমোহর ও ধারের পাওনা টাকা বুঝে দেয়। তিন মাস আগে তাদের মধ্যে ফের সম্পর্ক সৃষ্টি হলে আবারো ফাইমাকে বিয়ে করেন সাইফুল।

বিজ্ঞাপন

দেনমোহরের টাকা নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, ফাইমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর কম্বল দিয়ে ঢেকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় সাইফুল। বুধবার সকালে প্রতিবেশি রেবা খাতুন ওই ঘরে দুর্গন্ধ পেয়ে নিহতের বড় বোন রোজিনা বেগমকে বিষয়টি জানায়। তারা তালা ভেঙে ফাইমার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদ খান ও সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ঘটনাস্থলে আসেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূর স্বামী গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তার স্বামী পলাতক রয়েছে।

বগুড়া সান্তাহার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর