বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যু
১১ নভেম্বর ২০২০ ১৫:০৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৮:৪৮
দীর্ঘদিন ধরে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। খবর আল জাজিরা।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, বাহরাইনের সংবাদসংস্থা জানিয়েছে প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা।
টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা বাহরাইন বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা