Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোসলে নেমে কাপ্তাই হ্রদে ডুবে ২ কিশোরের মৃত্যু


১১ নভেম্বর ২০২০ ১৫:০২ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৭:৪১

রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে বন সংরক্ষকের পুত্রসহ দুই কিশোর প্রাণ হারিয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কেরানীপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কিশোর হলেন আদনান নূর (১৫) ও অংকন (১৪)। এদের মধ্যে আদনান নূর রাঙ্গামাটির বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে শহরের কেরানী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোর কাছেই কাপ্তাই হ্রদের জলে গোসল করতে নামে আদনান ও তার বন্ধু অংকন। কিন্তু দীর্ঘসময়েও তাদের খোঁজ না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরিরা এসে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উদ্ধারে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সদস্য নিপন চাকমা বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দুজন ডুবুরির মাধ্যমে তল্লশি করে দুই কিশোরের দেহ উদ্ধার করি। পরে তাদের হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালের চিকিৎসক জানান, তারা মারা গেছে।’

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

২ কিশোর কাপ্তাই হ্রদ গোসল ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর