Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিহারে মোদির কারিশমায় এনডিএ’র জয়


১১ নভেম্বর ২০২০ ১২:৫৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২০ ১৫:০৮

ভারতের বিহার বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রচেষ্টায় জয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। এই জোটে রয়েছে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)।

নির্বাচন কমিশনের বরাতে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিহারে মোট ২৪৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২২ আসন পাওয়ার মাধ্যমে সেখানে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে। তার মধ্যে এনডিএ জোট পেয়েছে ১২৫ আসন। নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে ১১০ আসন পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস অ্যালায়েন্স (ইউপিএ)।

বিজ্ঞাপন

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিহারের প্রত্যেকটি নাগরিক এনডিএ জোটকে ভোট দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে উন্নয়ন ই তাদের একমাত্র অগ্রাধিকার।

এদিকে, দলভিত্তিক হিসেবে বিহার নির্বাচনে সবার চেয়ে এগিয়ে আছে বিজেপি। রাজ্য জনতা দল (আরজেডি) রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে জেডিইউ।

অন্যদিকে, জেডিইউ দলের প্রধান নীতিশ কুমার তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নির্বাচনের ফলাফল তৈরিতে কারচুপি করেছেন বলে অভিযোগ করেছে আরজেডি দলের রাজ্যসভা সাংসদ মনোজ ঝা। একইরকম অভিযোগ এনেছেন কংগ্রেস এবং বাম দলের সদস্যরাও। যদিও, এ ব্যাপারে এনডিএ’র তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভোট গণনায় এগিয়ে ছিল ইউপিএ জোট। কিন্তু বেলা যতো বাড়তে থাকে ততোই ভোটের হিসাবে এগিয়ে যেতে শুরু করে এনডিএ জোট। রাতের মধ্যে পোস্টাল ভোটসহ সব ধরনের ভোটে এগিয়ে থেকে লড়াই শেষ করে এনডিএ।

ইউনাইটেড পিপলস অ্যালায়েন্স (ইউপিএ) জনতা দল ইউনাইটেড (জেডিইউ) ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিধানসভা নির্বাচন বিহার ভারত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর