Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুষ্টুমি’ করতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শিশুর মৃত্যু!


১১ নভেম্বর ২০২০ ০৯:০৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদা গোলাপবাগ এলাকার একটি বাসায় ওম প্রসাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের ধারণা, দুষ্টুমি করতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে সে মারা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ওম এর চাচা দীননাথ দাস জানায়, মুগদা উত্তর গোলাপবাগ ঋষিপাড়ায় তাদের নিজস্ব বাসা। ওম স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। এক ভাই এক বোনের মধ্যে ওম ছিল বড়।

চাচা আরও জানায়, দুপুরে সে অনলাইনে ক্লাস করে। পরে মা গীতা রানী দাসের কাছে ভাত খেতে চায়। মা ওমকে বলে গোসল করে আসতে। এর কিছুক্ষণ পর দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ পাওয়া না গেলে দরজা ভেঙ্গে ওমকে জানালার সঙ্গে গামছা দিয়ে ঝুলতে দেখা যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা, ওম দুষ্টুমি করার সময় গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

গলায় গামছা টপ নিউজ দুষ্টুমি পেঁচিয়ে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর