Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ’র প্রক্রিয়া শুরু, ব্যয় বাড়ানোর ইঙ্গিত এজেন্সি মালিকদের


১১ নভেম্বর ২০২০ ০৮:৫০

ঢাকা: চলতি ২০২০-২১ অর্থবছরে পবিত্র হজ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শুরু করতে বৈধ এজেন্সির তালিকা তৈরির জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে আগ্রহী এজেন্সিগুলোকে প্রয়োজনীয় নিয়ম মেনে আবেদন করতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়ের তালিকা প্রকাশের পর আগামী দুই সপ্তাহের মধ্যে এজেন্সিগুলো ওমরাহ কার্যক্রম শুরু করতে পারবেন। এদিকে হজ এজেন্সি সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমান ভাড়াসহ বিভিন্ন শর্তের কারণে এবার ওমরাহ হজ পালনে খরচ বেড়ে যাবে। অন্যদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় নানা বিধি-নিষেধের কারণে কাবা শরিফে একবার তিন ঘণ্টার জন্য প্রবেশের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, ধর্ম মন্ত্রণালয় তালিকা প্রকাশ করার পরই এজেন্সিগুলো ওমরাহ পালনের প্রস্তুতি নেবে। তবে প্রক্রিয়া শুরু হয়েছে। করোনাভাইরাসের কারণে এবার ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়ে প্রথম তিনদিন কোয়ারেনটাইনে থাকা বাধ্যতামূলক।

তিনি জানান, প্রতি বছর বাংলাদেশ থেকে মুসুল্লিরা সেখানে পৌঁছেই ওমরাহ পালন করতে পারেন। মক্কায় যতদিন অবস্থান করেন ততদিনই পাঁচ ওয়াক্ত নামাজ কাবা শরিফে গিয়ে পড়ার চেষ্টা করেন। কিন্তু এবার বিধি-নিষেধের কারণে সে নিয়ম পালন করতে পারবেন না।

করোনার মহামারির কারণে সৌদি আরব সরকার পবিত্র ওমরাহ হজ পালনে যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী এই করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে কেবলমাত্র ২৫ থেকে ৫০ বছর বয়সীরা ওমরাহ করতে যেতে পারবেন। সেইসঙ্গে ৫০ জন দলবদ্ধ হয়ে যেতে বলা হয়েছে। সৌদি আরবে পৌঁছে প্রত্যেককে ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন কোয়ারেনটাইনে থাকতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও শারিরীক অবস্থা পর্যালোচনা করে ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে। হোটেলের এক কক্ষে দুজনের বেশি অবস্থান করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, টানা সাত মাস বন্ধ থাকার পর অক্টোবর থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। প্রথম ধাপে সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে সে দেশের নাগরিক ও সেখানে অবস্থানরত প্রবাসীদের জন্য অনুমতি দিলেও এখন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে মুসুল্লিরা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গেলেও বাংলাদেশ মাত্র প্রক্রিয়া শুরু করল।

এজেন্সি মালিক ওমরাহ প্রক্রিয়া শুরু ব্যয় বাড়ানোর ইঙ্গিত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর