Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট অর্থনীতি: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১০০ বিলিয়নের বাজার


১০ নভেম্বর ২০২০ ১৮:২০ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৮:২৫

চলতি বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্টারনেট অর্থনীতি সাড়ে ১০ হাজার কোটি ডলারের ঘরে গিয়ে পৌঁছাবে। মহামারির বাস্তবতায় ক্রমবর্ধমান ইন্টারনেটভিত্তিক ভোক্তা শ্রেণির বদৌলতে এমনটা ঘটবে। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ফিলিপাইনের ইন্টারনেট অর্থনীতির ওপর যৌথভাবে গবেষণা চালিয়েছে গুগল, সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োগকারী টেমাসেক হোল্ডিংস এবং বাণিজ্য পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কো। তাদের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

ওই শিল্প প্রতিবেদনের বরাতে রয়টার্স জানাচ্ছে, ভোক্তাদের মধ্যে অনলাইনে বাজার করা, খাবারের সরবরাহ নেওয়া এমনকি বিনোদিত হওয়ার মাধ্যম হিসেবে অনলাইনের ব্যবহার আগের বছরের তুলনায় পাঁচগুণ বেড়েছে।

২০২০ সালে ওই অঞ্চলগুলোতে নতুন করে চার কোটি ইন্টারনেট ব্যবহারকারী তৈরি হয়েছে। সব মিলিয়ে ব্যবহারকারী হয়েছে ৪০ কোটি। যা মোট জনসংখ্যার ৭০ শতাংশ।

কোভিড-১৯ মহামারি মানুষের মধ্যে স্থায়ী এবং বড় ধরনের ইন্টারনেট নির্ভরতা তৈরি হয়েছে বলে দাবি করছে ওই শিল্প প্রতিবেদন।

এদিকে, করোনাভাইরাস লকডাউনে সবচেয়ে লাভবান হয়েছেন ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতারা। কারণ, করোনা সংক্রমণ এড়াতে ভোক্তারা বাড়ি থেকেই পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

২০২০ সালে ওই অঞ্চলের সমগ্র অর্থনীতির ৬৩ শতাংশ ই-কমার্সের দখলে। যার পরিমাণ ছয় হাজার ২০০ কোটি মার্কিন ডলার।

অন্যদিকে, পর্যটনের বাজার ৫৮ শতাংশ সংকুচিত হয়ে এক হাজার ৪০০ কোটি ডলারে গিয়ে ঠেকেছে। করোনা মহামারির মধ্যে পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সিঙ্গাপুরের ইন্টারনেট অর্থনীতি ২৪ শতাংশ সংকুচিত হয়ে ৯০০ কোটি ডলারে নেমে গেছে।

বিজ্ঞাপন

তবে, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এ চিত্র ভিন্ন। দেশ দুটির ইন্টারনেট অর্থনীতি বেড়ে দুই অংকের ঘরে পৌঁছে গেছে।

এছাড়াও, প্রতিবেদনে উল্লেখিত অঞ্চলগুলোর গড় ব্যবসায়িক মূল্যমান ২০২৫ সাল নাগাদ তিন গুণ হয়ে ৩০ হাজার ৯০০ কোটি ডলারে পৌঁছাবে। ওই একই প্রাক্কলন ২০১৯ সালে ৩০ হাজার কোটি ডলার ছিল।

পাশাপাশি, ডিজিটাল মনিটরিং সেবাদাতা অয়্যারসোশাল ডটকম বিশ্বের ৪৭০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে তুলনা করে জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্টারনেট ব্যবহারকারী ১১ শতাংশ বেড়েছে। সে হিসাব অনুসারে, ওই অঞ্চলগুলোতে এক বছরে ৭.৪ শতাংশ বেড়েছে।

ইন্টারনেট অর্থনীতি ইন্দোনেশিয়া টপ নিউজ দক্ষিণ-পূর্ব এশিয়া ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর