‘এএসপি আনিস হত্যা: অবৈধ হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে’
১০ নভেম্বর ২০২০ ১৫:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৭:১৫
ঢাকা: রাজধানীর আদাবরের মাইন্ড এইড হসপিটালে ভর্তির পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার অভিযোগে হাসপাতালটির ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ। তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই অবৈধ হাসপাতালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয় শ্যামলীতে এক সংবাদ সম্মেলনে ডিসি হারুন এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় (৩৫), কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মো. মাসুদ (৩৭), ওয়ার্ড বয় জোবায়ের হোসেন (১৯), ফার্মাসিস্ট মো. তানভীর হাসান (১৮), ওয়ার্ড বয় তানিফ মোল্লা (২০), সজীব চৌধুরী (২০), অসীম চন্দ্র পাল (২৪), মো. লিটন আহাম্মদ (১৮), ও মো. সাইফুল ইসলাম পলাশ (৩৫)।
ডিসি হারুন বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের কোনো অনুমতি আছে তা দেখাতে পারেনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কোনো লাইসেন্স নেই। একটি মানসিক হাসপাতাল চালানোর জন্য যা যা দরকার তার কোনো কিছু দেখাতে পারেনি। হাসপাতালে কোনো ডাক্তার নেই। ওয়ার্ড বয়, কো-অর্ডিনেটর ও ম্যানেজার মিলেই ডাক্তারের কাজ করে সেখানে। অন্যান্য যারা কাজ করেন তারাও কেউ উচ্চ শিক্ষিত নন। তাহলে কীভাবে একটি হাসপাতাল চলতে পারে।’
হারুন বলেন, ‘কীভাবে একজন মানুষকে সবাই মিলে হত্যা করল। এভাবেই তারা মানুষকে ধরে বেধে চিকিৎসার নামে টাকা হাতিয়ে থাকে। সিনিয়র এএসপি আনিসুলকে হত্যার পাশাপাশি আরও যাদের হয়রানি করেছে তাদেরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সব মিলিয়ে ১০ জনকে গ্রেফতারের পাশাপাশি হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে। বেশ কয়েকজন রোগী আছে তারা চলে গেলে সিলগালা করা হবে।’
এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‘যেহেতু এটি একটি হত্যাকাণ্ড তাই হত্যা মামলা রুজ্জু করা হয়েছে। ১০ জনকে আদালতে তোলা হবে। প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত বেরিয়ে আসবে বলে আশা করছি।’
৯ নভেম্বর সকাল ১১টার দিকে আনিসুল ইসলাম আদাবরের মাইন্ড এইড হসপিটালে গেলে কর্মকর্তা কর্মচারীরা তাকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় রাতেই আদাবর থানায় একটি হত্যা মামলা করে পরিবার। আনিসুল ইসলাম ৩১ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ যোগদান করেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
অবৈধ হাসপাতাল এএসপি আনিসুল করিম ডিসি হারুন বন্ধ মাইন্ড এইড হসপিটাল হত্যা