Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ডাকের ডিজি সুধাংশুকে


১০ নভেম্বর ২০২০ ১৩:১৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ১৩:২০

ঢাকা: প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

আগামীকাল বুধবার (১১ নভেম্বর) থেকে মহাপরিচালক সুধাংশু শেখরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

ছুটিতে পাঠানোর আদেশে বলা হয়, ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিধি-১২ এর বিধান অনুসারে আগামী ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, গ্রামের জনসাধারণকে ডিজিটাল সেবা দেওয়ার কথা বলে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশু শেখরের বিরুদ্ধে। কেনাকাটা থেকে শুরু করে ডিজিটাল পোস্ট সেন্টার স্থাপন- সবখানে রেখেছেন অনিয়মের স্বাক্ষর। শুধু তাই নয়, বহু ডিজিটাল সেন্টারের অস্তিত্বই নেই, তবুও নাম ভাঙিয়ে তুলে নিয়েছেন ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা। এ সবই উঠে এসেছে ডাক বিভাগের পক্ষ থেকে গঠিত তদন্ত রিপোর্টে। এ নিয়ে তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলবও করেছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিল।

টপ নিউজ ডাক অধিদফতর বাধ্যতামূলক ছুটি সুধাংশু শেখর ভদ্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর