Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার


১০ নভেম্বর ২০২০ ১২:৪৮

ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি সিংপাড়া গ্রামে বায়তুন নুর জামে মসজিদে এক শিশুকে বলাৎকারের অভিযোগে কওমি মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম (২৫) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রাবিজপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছে। জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে ছাত্রটিও জবানবন্দি দিয়েছে। পরে আদালত শিক্ষক আশরাফুল ইসলামকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

অভিযোগে জানা যায়, শিশুটির বাবা সোমবার সকালে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় উল্লেখ আছে গত শুক্রবার দুপুর ১২টার দিকে সালন্দর ইউনিয়নের আরাজি সিংপাড়া গ্রামে বায়তুন নুর জামে মসজিদের গোসলখানায় গোসল করছিল ৯ বছর বয়সী ওই ছাত্রটি। এ সময় মাদরাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ওই গোসলখানায় ঢুকে ছেলেটিকে বলাৎকারের চেষ্টা করেন। ওই সময় ছেলেটি কান্না করলে তাকে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আশরাফুল অফিস কক্ষে নিয়ে যান। পরে ছেলেটি সেখান থেকে বাড়িতে পালিয়ে যায় এবং ঘটনাটি তার খালাকে বলে।

গত রোববার শিশুটির বাবা মাদরাসা কমিটিকে বিষয়টি জানালে কমিটি আশরাফুলকে অফিস কক্ষে ডেকে বিষয়টি শোনেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

প্রধান শিক্ষক বলাৎকারের অভিযোগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর