Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় হাট বসিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২


৯ নভেম্বর ২০২০ ২২:০১ | আপডেট: ১০ নভেম্বর ২০২০ ০০:০৫

ঢাকা: রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় সরকারি খালি জায়গায় প্রতি সপ্তাহে হাটের নামে মেলা বসিয়ে চাঁদাবাজি করার অপরাধে মহসিন ও রিয়াজ উদ্দিন রিদয় নামে দু’জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব-২।

সোমবার (৯ নভেম্বর) রাতে এ তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোজাম্মেল হক। দুপুর দেড়টায় চাঁদাবাজি ও ইয়াবা ব্যবসার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এএসপি মোজাম্মেল হক বলেন, বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহের সোমবারে হাট বসানোর নামে মেলার আয়োজন করে মহসিন ও রিদয়সহ আরও বেশ কয়েকজন। বাকিরা অভিযান টের পেয়ে পালিয়েছে।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যে জানতে পারি— তারা সেখানে হাট বসিয়ে একদিকে চাঁদাবাজি করে, অন্যদিকে নিজেরাও ইয়াবা সেবন করে এবং ইয়াবার ব্যবসাও করে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে আজ (সোমবার) দুপুরে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ র‍্যাব কর্মকর্তা।

র‍্যাবের অন্য একটি সূত্র বলছে, মহসিন ও রিদয় স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। তারা যে চাঁদা তুলতেন, তার মূল ভাগ যেত স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পকেটে। র‍্যাব সেসব নেতাদের তথ্য পেতে তাদের জিজ্ঞাসাবাদ করছে বলেও জানিয়েছে সূত্র।

ইয়াবা বিক্রি ইয়াবা সেবন গ্রেফতার ২ চাঁদাবাজি র‍্যাব হাট বসিয়ে চাঁদাবাজি