Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ গ্রেফতার যাত্রাবাড়ীর থানার এএসআই কারাগারে


৯ নভেম্বর ২০২০ ১৮:৩৯

প্রতীকী ছবি

ঢাকা: ১৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার এএসআই আব্দুল আজিজের জামিন নামঞ্জুর কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়া থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষে তার আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান জামিন নাকচ করে কারাগারে আটক রাখার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস এম সালোয়ার হোসেন এতথ্য জানান।

এর আগে গত ৮ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর গেন্ডারিয়া থানার মিল ব্যারাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া জানান, রোববার রাতে র‌্যাব-১০ এএসআই আজিজকে থানায় হস্তান্তর করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ইয়াবা এসআই

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর