Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে বাসার ছাদ থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু


৯ নভেম্বর ২০২০ ১৮:৩৩

ঢাকা: রাজধানীর বংশাল আগা সাদেক রোডের একটি বাসার চার তলার ছাদ থেকে পড়ে তাহেরা বেগম (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল পৌনে চারটার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।

নিহত তাহেরার ভাই জামিল আহমেদ জানান, বংশাল আগা সাদেক রোডে নিজেদের চার তলা বাসা। ওই বাসার দ্বিতীয় তলায় থাকতো তাহেরা। মানসিক ভারসাম্যহীন ছিল সে। বিকেলে একাই চার তলার ছাদে যায় সে। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। অনেক আগে বিয়ে হলেও তাহেরা স্বামী পরিত্যক্তা ছিলেন বলে জানান জামিল।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারী বংশাল মানসিক ভারসাম্যহীন মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর