Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধার স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, যুবক গ্রেফতার


৯ নভেম্বর ২০২০ ১৯:১৯

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী ৬২ বছর বয়সী মানসিক ভারসম্যহীন নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে দুই জন নামীয় ও অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ আসামি রবিউলকে (১৮) গ্রেফতার করেছে। মামলার এজাহারনামীয় অন্য আসামি হলো- উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম টুকু জমাদ্দারের ছেলে লিসান (১৯)।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধা প্রতিবেশীর বিয়ে বাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে লিসান, রবিউলসহ ৫ জন স্থানীয় চৌকিদারের বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে।

পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী ধর্ষণের আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মামলার ২নং আসামি রবিউলকে গ্রেফতর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টপ নিউজ দলবেঁধে ধর্ষণ মঠবাড়িয়া থানা মানসিক ভারসম্যহীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর