স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির ১১৫ সদস্যের কমিটি
৯ নভেম্বর ২০২০ ১৬:৪৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১৬:৫৪
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ১১৫ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটি ২০২১ সালব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। দলের দফতর সম্পাদক (চলতি দায়িত্ব) সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা ওই বিবৃতিতে কমিটির সব সদস্যের নাম রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদিত কমিটিতে দলের স্থায়ী কমিটির সব সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যরা স্থান পেয়েছেন।
১১৫ সদস্যের কমিটি উদযাপন কমিটি সুবর্ণজয়ন্তী উদযাপন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী