বিমা প্রিমিয়ামের ২৬ কোটি টাকা জালিয়াতিতে দুদকের মামলা
৯ নভেম্বর ২০২০ ১৫:৫৩
ঢাকা: জালিয়াতির মাধ্যমে কাগজ-পত্র তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক সূত্রে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ডকুমেন্টস আসল হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এর মাধ্যমে খোলা হয়েছে ব্যাংক হিসাব। পরে হিসাবে বিমা প্রিমিয়ামের টাকা জমা করে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা নগদ উত্তোলন ও বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। যা আত্মসাৎ হিসেবে বিবেচিত।