তুরস্কের অর্থমন্ত্রীর পদত্যাগ
৯ নভেম্বর ২০২০ ১৩:৩১ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১৫:১৮
তুরস্কের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাত আল বেরাক। তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বড় মেয়ে এসরার স্বামী। খবর আল জাজিরা।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক পোস্টে বিরাত আল বেরাক জানান, পাঁচ বছর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পর, স্বাস্থ্যগত কারণে তিনি অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এছাড়াও, রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন তিনি পরিবারকে সময় দিতে পারেননি বলেও জানান।
এর আগে, ২০১৮ সাল থেকে তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিরাত আল বেরাক। ২০১৫-২০১৮ সাল পর্যন্ত তিনি দেশটির জ্বালানিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এদিকে, এমন এক সময়ে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন যার মাত্র একদিন আগে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রদবদল হয়েছে। এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের আগের গভর্নর মুরাত ইয়ুসালকে সরিয়ে সাবেক অর্থমন্ত্রী নাসি আগবালকে বসানো হয়েছে।
তবে, অর্থমন্ত্রী বিরাত আল বেরাকের পদত্যাগের ব্যাপারে তুরস্কের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বছরের শুরুতে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্তের কথা জানালেও, প্রেসিডেন্ট তার পদত্যাগ পত্র গ্রহন না করায় এখনঅ তিনি স্বপদে বহাল আছেন।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে তুরস্কের লিরার মান ৩০ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। আল জাজিরা জানাচ্ছে অর্থমন্ত্রী এবং গভর্নরের পদত্যাগের পর আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে লিরার মান আবার বাড়তে শুরু করেছে।
অর্থমন্ত্রীর পদত্যাগ তুরস্ক বিরাত আল বেরাক রিসেপ তাইয়্যেপ এরদোয়ান