Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা দম্পতির বাসায় ‘ইয়াবা ব্যবসার’ কোটি টাকা


৯ নভেম্বর ২০২০ ১২:৪৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১৪:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বাসায় অভিযান চালিয়ে এক কোটি টাকা, ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ওই দম্পতি মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা দম্পতি বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টানা কয়েকঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ইয়াবা-টাকা উদ্ধার করা হয়েছে বলে তথ্য দিয়েছে র‌্যাব।

গ্রেফতার দুজন হলেন শওকত ইসলাম (৩২ ) ও তার স্ত্রী মারজিনা (২৮)।

তাদের বাসা থেকে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫’শ টাকা এবং ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার ফ্লাইট লেফট্যানেন্ট আলী আশরাফ তুষার সারাবাংলাকে বলেন, ‘শওকত একজন শীর্ষ মাদক চোরাচালানি। সে মিয়ানমার ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক ইয়াবা সিন্ডিকেটের সদস্য। তার স্ত্রী টাকা লেনদেনের বিষয়টি দেখে।’

‘আমরা প্রায় একবছর ধরে তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলাম। কিন্তু তারা তিন-চার মাস পরপর বাসা পরিবর্তন করে। সর্বশেষ চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৭৯ নম্বর সড়কে একটি ভবনে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালাই। আমাদের অভিযানের সময় শওকত ও তার স্ত্রী টাকার বান্ডিল জানালা দিয়ে ছুড়ে ফেলে দেন। পরে আমরা সেগুলো উদ্ধার করি।’

র‌্যাব কর্মকর্তা তুষার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, শওকত ২০০৮ সালে কক্সবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি সরাসরি চট্টগ্রাম শহরেই বসবাস শুরু করেন। মোরজিনা ২০১২ সালে এসে রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সঙ্গে বসবাস করতে থাকেন। পরে তাদের বিয়ে হয়।’

বিজ্ঞাপন

‘কোটি টাকার উৎস সম্পর্কে তারা জানিয়েছেন, গত এক সপ্তাহে তারা তাদের কাছে মজুদ সব ইয়াবা বিক্রি করে দেন। তারা নগদ টাকা জমাচ্ছিলেন, কারণ এই মাসেই মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান তাদের চট্টগ্রাম নগরীতে আনার কথা ছিল’ বলেন র‌্যাব কর্মকর্তা তুষার

রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর