ইয়াবাসহ যাত্রাবাড়ী থানার এএসআই র্যাবের হাতে গ্রেফতার
৯ নভেম্বর ২০২০ ১১:৪৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১৩:৩২
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার এএসআই আব্দুল আজিজকে ১৪৮ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-১০। রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর গেন্ডারিয়া থানার মিল ব্যারাক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
গতকাল রাতেই গেন্ডারিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র্যাব। সোমবার (৯ নভেম্বর) সকালে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, রোববার রাতে র্যাব-১০ এএসআই আজিজকে থানায় হস্তান্তর করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এসআই মিজানুর রহমান মামলাটি তদন্ত করছেন।