Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছেন ব্রিটিশ সেনাপতি


৯ নভেম্বর ২০২০ ১১:১৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১১:১৬

চলমান বৈশ্বিক অনিশ্চয়তা, অসহিষ্ণুতা এবং কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে – বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল নিক কার্টার। খবর রয়টার্স।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিক কার্টার বলেন, অতীতে অর্থনৈতিক সংকটই নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করেছে। এখন মহামারির কারণে আবার সেই সংকট মাথা চাড়া দিলে বিশ্বব্যাপী ব্যাপকভাবে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানের বিশ্ব ব্যবস্থা নিয়ে অনেক বেশি অনিশ্চয়তা, উদ্বেগ, অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ লক্ষ করা যাচ্ছে। বিশ্বে আন্তঃরাষ্ট্রীয় প্রতিযোগিতা স্বাভাবিক এবং বাস্তবসম্মত। তবে, আঞ্চলিক সংঘাত স্বাভাবিক হিসাব-নিকাশকে ছাড়িয়ে যেতে পারে। সেখানেই প্রকৃত ঝুঁকি – বলে হুঁশিয়ার করেছেন তিনি।

এদিকে স্কাই নিউজ নিক কার্টারের কাছে জানতে চেয়েছিল, তিনি সরাসরি আরেকটি বিশ্বযুদ্ধের কথা বলছেন কি না? জবাবে তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছেন তিনি, সে ব্যাপারেই সবাইকে সচেতন করতে চাইছেন।

নিক কার্টার আরও বলেন, ইতিহাস নিজে এর পুনরাবৃত্তি ঘটায় না ঠিক। তবে, এর একটি নিজস্ব ছন্দ থাকে। বিগত শতকের বড় যুদ্ধগুলোর নেপথ্যেও এমন বৈশ্বিক অরাজকতা কাজ করেছিল।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি তৃতীয় বিশ্বযুদ্ধ নভেল করনাভাইরাস ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিক কার্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর