Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে করোনা সংক্রমণ ৫ কোটি ছাড়াল


৯ নভেম্বর ২০২০ ১০:৪২

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে, এক-চতুর্থাংশ মানুষ আক্রান্ত হয়েছেন মাত্র এক মাসে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো।

সোমবার (৯ নভেম্বর) এই প্রতিবেদন লেখা অবধি বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি সাত লাখ ৩৭ হাজার ৮৭৫ জনে। একই সময়ে পৃথিবীতে ১২ লাখ ৬২ হাজার ১৩০ জন করোনায় মৃত্যুবরন করেছেন।

বিজ্ঞাপন

পাশাপাশি, চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন তিন কোটি ৫৭ লাখ ৯৫ হাজার ২৫২ জন করোনা রোগী।

এদিকে পরিসংখ্যান বলছে, করোনায় সবচেয়ে বিপর্যস্ত মাস হলো অক্টোবর। এ মাসেই বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশে (যুক্তরাষ্ট্র) একদিনে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ার রেকর্ড হয়েছে। এছাড়াও, সর্বশেষ সপ্তাহে বিশ্বে প্রতিদিন গড়ে পাঁচ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

এর আগে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে অতি সংক্রামক এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়।

অন্যদিকে, করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি থেকে চার কোটিতে পৌঁছাতে সময় লেগেছিল ৩২ দিন। তবে, চার কোটি থেকে পাঁচ কোটিতে পৌঁছাতে সময় লাগল মাত্র ২১ দিন। এখন, লাতিন আমেরিকাকে টপকে করোনায় শীর্ষ বিপর্যস্ত মহাদেশ ইউরোপ। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখের বেশি।

বার্তাসংস্থা রয়টার্সের এক হিসাব অনুযায়ী, ইউরোপে প্রতি তিন দিনে প্রায় দশ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। যা মোট বৈশ্বিক আক্রান্তের সংখ্যার অর্ধেকেরও বেশি।

বিজ্ঞাপন

অপরদিকে, বিশ্বে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে গিয়ে ইউরোপের দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও যুক্তরাজ্য ফের লকডাউনে গেছে।

প্রসঙ্গত, বিশ্বের মোট কোভিড-১৯ রোগীর ২০ শতাংশ (এক কোটি ২৮ লাখ ৮৪ হাজার) নিয়ে বৈশ্বিক তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে। সাড়ে ৮৫ লাখ করোনা আক্রান্ত নিয়ে দ্বিতিয় অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৬ লাখ ছাড়িয়ে গেছে।

ইউরোপ কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পাঁচ কোটি আক্রান্ত ব্রাজিল ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর