Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না উত্তর ও দক্ষিণখানে


৯ নভেম্বর ২০২০ ০৯:২৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ১২:৩০

ঢাকা: রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান এলাকায় সোমবার (৯ নভেম্বর) আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড ।

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভেম্বরজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকার বিদ্যুৎ উপকেন্দ্রগুলো মেরামত এবং বাৎসরিক রক্ষণাবেক্ষণ কাজ চলবে বলে জানিয়েছিল ডেসকো।

তারই অংশ হিসেবে, সোমবার (৯ নভেম্বর) রাজধানীর দক্ষিণখান বিদ্যুৎ উপকেন্দ্রের মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সে কারণে, সোমবার (৯ নভেম্বর) দক্ষিণখান মাজার চৌরাস্তা, উত্তরখান মধ্যপাড়া, বালুরমাঠ, শাহী মসজিদ রোড, পুলারটেক, জামতলা, গাজিপাড়া, ময়নারটেক, চানপাড়া, উত্তরখান, উত্তরপাড়া, উজামপুর, মাউসাইড, চাপানেরটেক, জিয়াবাগ, মোল্লাপাড়া, শ্যামলবাগ, আদর্শপাড়া, রাজ্জাক টাওয়ার, ফজিরবাতান, তালতলা উত্তরখান, মিয়াপাড়া, পুরানপাড়া, কুড়িপাড়ারটেক, বড়বাগ, ফায়দাবাদ, তেরমুখ, হিন্দুপাড়া, স্নানঘাট, গুদারাঘাট এবং দক্ষিণখান বাজার এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়বেন বলে জানিয়েছে ডেসকো।

এদিকে, অনিবার্য কারণে গ্রাহকদের সাময়িক সমস্যার কথা উল্লেখ করে, এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।

উত্তরখান ডেসকো ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড দক্ষিণখান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর