Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-ফুডে যুক্ত হলো নতুন ৪ রেস্টুরেন্ট


৮ নভেম্বর ২০২০ ২০:৩২ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ২৩:৫২

ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠান ই-ফুডে যুক্ত হলো রাজধানীর নতুন চারটি রেস্টুরেন্ট। এরই মধ্যে ভোজন রসিকদের কাছে জনপ্রিয়তা পাওয়া এই রেস্টুরেন্টগুলো হলো— বার-বি-কিউ টুনাইট, টোকিও এক্সপ্রেস, দ্য মিরাজ ও নিক্কি।

রোববার (৮ নভেম্বর) ই-ফুডের মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-ফুডের সঙ্গে যুক্ত হতে প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিপত্রে ই-ফুডের পক্ষে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং বার-বি-কিউয়ের স্বত্বাধিকারী, টোকিও এক্সপ্রেস, দ্য মিরাজ ও নিক্কি’র পার্টনার এন আর ভিকি নিজ নিজ পক্ষে সই করেন।

চুক্তি অনুযায়ী রাজধানীর গুলশান ও বনানী এলাকার গ্রাহকেরা এসব রেস্টুরেন্টের খাবার ই-ফুডের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আর অর্ডার করা খাবার ঘরে বসেই ডেলিভারি পাওয়া যাবে দ্রুততম সময়ে।

এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন বলেন, খুবই কম সময়ে ই-ফুড গ্রাহক মনে আস্থার জায়গা করে নিয়েছে। আমরা দেশের জনপ্রিয় সব খাবারের রেস্টুরেন্ট ই-ফুডে যুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কোভিডকালীন গ্রাহকরা যেন ঘরে বসে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে আমরা ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে অর্ডার করা খাবার সরবরাহ করছি।

ই-ফুড ইভ্যালি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

আরো

সম্পর্কিত খবর