তালতলার ডোবায় গৃহকর্মীর মৃতদেহ
৮ নভেম্বর ২০২০ ২৩:৩৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ২৩:৩৮
ঢাকা: রাজধানীর দক্ষিণখানের তালতলার একটি ডোবা থেকে তামান্না ওরফে ময়না (১৫) নামের এক গৃহকর্মী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে তালতলা নর্দাপাড়ার একটি ডোবা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন জানান, সকালের দিকে সংবাদ পেয়ে দক্ষিণখান তালতলা নর্দাপাড়া রুপালি গার্ডেন পাশের ডোবা থেকে গৃহকর্মী ময়নার মৃতদেহ উদ্ধার করা হয়।
রেজিয়া আরও জানান, ময়নার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায়। বাবার নাম নজরুল ইসলাম। ডোবার পাশেই একটি সাততলা ভবনের তিনতলায় দুই বছর ধরে গৃহকর্মীর কাজ করতো ময়না। প্রতিদিন সকালে ছাদে পানি দিতে যায় ময়না। আজও পানি দিতে সে ছাদে ওঠে। পরে তাকে ডোবার মধ্যে পাওয়া যায়।
ময়না লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে- সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। তবে গৃহকর্তা-গৃহকত্রীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আর মৃতদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বের হতে পারে যাবে বলে জানান এসআই রেজিয়া।