Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু


৮ নভেম্বর ২০২০ ১৮:৫৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১৯:০০

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এটি চলমান একাদশ সংসদের দশম অধিবেশন। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

স্বাস্থ্যবিধি মেনে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বিশেষ অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সোমবার ভাষণ দেবেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আগামী ৯ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে আসবেন ও মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল্যবান ভাষণ দেবেন। বিশেষ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন এবং দর্শনের ওপর আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ ভবন এলাকা সাজানো হয়েছে নতুন সাজে। লেকে ভাসানো হয়েছে পালতোলা নৌকা। বরাবরের মতো এবারও করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে।অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে। অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব ও অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলীয় সদস্যদের আলোচনা শেষে তা পাস হবে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার দিন করোনা নেগেটিভ থাকা সব সংসদ সদস্য অধিবেশনে যোগ দিতে পারবেন। এদিন প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সমাজের সুশীল সমাজের প্রতিনিধিরাও যোগ দেবেন অধিবেশনে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও বাংলাদেশের সংবিধানের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষের ‘চেম্বার অব দ্যা হাউজে’ স্থাপন করা হয়েছে। মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষে স্থাপন জাতীয় সংসদের ইতিহাসে অনন্য মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টপ নিউজ দশম অধিবেশন বিশেষ অধিবেশন মুজিববর্ষ

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর