Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল ১৮ জনের প্রাণ, শনাক্ত ১,৪৭৪ জন


৮ নভেম্বর ২০২০ ১৬:৫০ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১৭:৫৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ১৭ জন ও বাড়িতে একজন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৭ জনে। অপরদিকে একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৭৪ জন।

শনিবারের (৭ নভেম্বর) তুলনায় রোববার (৮ নভেম্বর) মৃত ও শনাক্তের সংখ্যা আজ বেড়েছে। গতকাল ১ হাজার ২৮৯ জন রোগী শনাক্ত হয়েছিলেন আর মারা গিয়েছিলেন ১৩ জন।

বিজ্ঞাপন

রোববার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৬০১টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৭৪ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২০ হাজার ২৩৮ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৪২ হাজার ৬০২টি।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৭১ জন। মৃতদের পুরুষের সংখ্যা ৭৬ দশমিক ৯৯ শতাংশ। মৃতদের মধ্যে নারী এক হাজার ৩৯৬ জন। মৃতদের মধ্যে নারীর সংখ্যা ২৩ দশমিক ০১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৮ হাজার ১৪৫ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ২০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫৪ শতাংশ।

বিজ্ঞাপন

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর