ময়মনসিংহে ট্রাকের চাপায় সিএনজির দুই যাত্রীর মৃত্যু
৮ নভেম্বর ২০২০ ১৬:২১
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় সিএনজির দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন নেত্রকোনার পুর্বধলার বামনডহর গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে মঞ্জু মিয়া ও তারাকান্দার কালনীকান্দা গ্রামের রুহুল আমিনের ছেলে সিরাজুল ইসলাম।
তাকাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, সকালে নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তারাকান্দার খিচা বাজারে আসলে নেত্রকোনাগামী একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইদুল ইসলাম মারা যান। আহত হয় দুইজন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন।