‘২১ আগস্ট সফল হলে বিএনপি বলতো তৃতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে’
৮ নভেম্বর ২০২০ ১৫:৫৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ১৭:১৫
ঢাকা: স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘১৯৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে বিএনপি মনে করে প্রথমবারের স্বাধীনতা। আর ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে হয়ত তারা বলতো তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ।’
রোববার (৮নভেম্বর) সকালে তিনি তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বিরুদ্ধে বারে বারে বিরুপ সমালোচনা করতে চাই না। বিএনপির নেতারাই আসলে বাধ্য করেন, তাদের যে অবিরাম বিষোদগার এবং মিথ্যাচারের অপরাজনীতি এর বিরুদ্ধে কথা বলা এবং এটার জবাব দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে এটা আমার দায়িত্ব।’
‘আপনি আমার বিরুদ্ধে অবিরাম মিথ্যাচার করবেন, বিষোদগার করবেন, কল্পিত অভিযোগ করবেন আমি সেটার জবাব কেন দেবো না? তার জবাব তো আমাকে দিতে হবে।’ তবে আমরা কোন গালিগালাজের ভাষা, ব্যবহার করি না। ব্যক্তিগত কোনো আক্রমণ করি না বলেও উল্লেখ করেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি মহাসচিব গতকাল বলেছেন বিপ্লব ও সংহতির মাধ্যমে ৭ নভেম্বর না কি দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল? ফখরুল সাহেব ঠিকই বলেছেন? ৩ থেকে ৭ নভেম্বরর মধ্যে জাতীয় চার নেতার জাতীয় চার নেতার কারাভ্যন্তরে নির্মম হত্যাকাণ্ডসহ অসংখ্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা ও জোয়ান হত্যার মধ্য দিয়ে একজন জেনারেলের ক্ষমতা দখলের স্বপ্ন বাস্তবায়ন তাদের কাছেই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা মনে হওয়াই স্বাভাবিক।’
তিনি বলেন, এর আগে ৭১’র পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ঘটিয়েছিল দেশি-বিদেশী চক্রান্ত করে ১৯৭৫’র ১৫ আগষ্টের হত্যাকান্ড সংঘটিত করে। সেদিনটিকে বিএনপি মনে করন প্রথমবারের স্বাধীনতা। আর ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হলে হয়ত তারা বলতো তৃতীয় বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ।
শেখ হাসিনার সরকার মাইনরিটি বান্ধব সরকার
শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক শক্তির যেকোনো হামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অতীতের যেকোনো ঘটনাকেই সরকার আশ্রয় প্রশ্রয় দেয়নি। এদেশে আগে প্রতিটি সরকারের সময় কমবেশি নির্য্তানের শিকার হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়।’
‘বিশেষ করে বিএনপি শাসনামলে। কিন্তু শেখ হাসিনা ছাড়া অন্য কেউ শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি অপরাধীদের বিরুদ্ধে। সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো কোনো নেতার সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন যা আদৌ সত্য নয়। আওয়ামী লীগের আমলে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সরকার কখনো নীরব দর্শক হয়নি। নাসিরনগর, রামু গাইবান্ধাসহ প্রতিটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। সাম্প্রতিক মুরাদনগরের ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার মাইনরিটি বান্ধব সরকার। আপনারা এই দেশের নাগরিক। আপনাদের সমান অধিকার। সবাই মিলে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম।এখন দেশের অর্থনৈতিক মুক্তির অভিযাত্রায় আমরা একযোগে কাজ করছি। এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব সম্প্রতি এবং ঐক্যের সুদৃঢ় বন্ধনে।’