Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু 


৮ নভেম্বর ২০২০ ১২:৫৯

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে  মনজিলা (৩৭) নামের এক গৃহবধু মারা গেছেন।

রবিবার (৮ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ-ঢাকা রেল সড়কের সদর উপজেলার সরকারপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজিলা বেগম সদর উপজেলার কালিয়া পুর্বপাড়া গ্রামের আমিনুর তালুকাদের স্ত্রী ও তিন সন্তানের মা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন হলো পারিবারিক কলহ চলছিল। গতকাল রাতে আবারও পারিবারিক কলহে জড়িয়ে পড়েন মনজিলা বেগম।

=সিরাজগঞ্জ জিআরপি’র থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিরুল ইসলাম জানান, ট্রেনটি সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। সরকারপাড়া রেলগেটে পৌঁছালে এদুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনার খবর দেয় স্থানীয়রা। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

গৃহবধূ ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর